• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০১৮, ০৮:৪২ পিএম

সংখ্যালঘু ভোটারদের বিশেষ নজর রাখার নির্দেশ সিইসির

সংখ্যালঘু ভোটারদের বিশেষ নজর রাখার নির্দেশ সিইসির

 

নির্বাচনে সংখ্যালঘু ভোটারদের প্রতি বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

শনিবার (২২ ডিসেম্বর ) বিকেলে ময়মনসিংহ টাউন হলের তারেক স্মৃতি মিলনায়তনে ময়মনসিংহ বিভাগীয় মাঠ পর্যায়ের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ নির্দেশ দেন তিনি।


তিনি বলেন, সম্পূর্ণ নিরপেক্ষভাবে পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যাতে সাহস নিয়ে  ভোটকেন্দ্রে আসা যাওয়া করতে পারে সে ব্যবস্থা করতে হবে। আইনের আদলে তাদের সহযোগিতা করতে হবে। বিশেষ করে সংখ্যালঘু ভোটারদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখনে- ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদুল হাসান।

এতে উপস্থতি ছিলেন- ঘাটাইল সেনানিবাসের জিওসি মিজানুর  রহমান শামীম, ময়মনসিংহ জেলা প্রশাসক সুভাষ চন্দ্র বিশ্বাস, সকল রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার, গোয়েন্দা অফিসের শীর্ষ কর্মকর্তা, সকল থানার ওসি , জেলা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা।

এসসি/বিএস