• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১, ০১:২২ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০২১, ০১:৪১ পিএম

জুমা ও তারাবির বিষয়ে নির্দেশনা দেবে ধর্ম মন্ত্রণালয়

জুমা ও তারাবির বিষয়ে নির্দেশনা দেবে ধর্ম মন্ত্রণালয়

করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত জনগণের চলাচলে বিধিনিষেধ জারি করেছে সরকার। এই সময় জুমা ও তারাবির নামাজে জমায়েত হওয়া যাবে কি না, সেই নির্দেশনা দিবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

সোমবার (১২ এপ্রিল) এক প্রজ্ঞাপনে এই কথা জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, “স্বাস্থ্যবিধি অনুসরণ করে জুমা ও তারাবির নামাজে জমায়েত বিষয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় নির্দেশনা জারি করবে।”

করোনাভাইরাস পরিস্থিতির অবনতির কারণে জনগণের চলাচলে বিধিনিষেধ আরোপ করে ১৩ দফা নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ কার্যকর থাকবে।

আরও পড়ুন