• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২২, ২০১৯, ০৪:০৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ২২, ২০১৯, ০৪:০৯ পিএম

বরগুনায় উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরগুনায় উপজেলা নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

বরগুনার তালতলী উপজেলা নির্বাচনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।

তালতলী উপজেলা নির্বাচন অফিসার মো. তারিকুল ইসলাম জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু, বিএনপির ফরহাদ হোসেন আক্কাস মৃধা ও নুরুল আমিন উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান হাওলাদার, পঁচাকোড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সেক্রেটারি রেজাউল করিম বাবুল পাটোয়ারী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ ইমন নয়ন বেপারি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. কামরুল আহসান, সোনাকাটা ইউনিয়নের ওয়ার্ড সভাপতি মজিবর রহমান ফরাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলম কবির, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারি মোস্তাফিজুর রহমান মোস্তাক ও আবদুস ছোবাহান হাওলাদার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মোছা. দুলি বেগম, মোছা. কামরুন্নাহার সাথী ও মোছা. নাজনীন বেগম। আগামীকাল হবে প্রার্থিতা যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহার ৩০ মে, প্রতীক বরাদ্ধ ৩১ মে ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন।

একেএস