• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৭, ২০১৯, ০৬:৪১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৭, ২০১৯, ০৬:৪১ পিএম

কৃষকদের দেখভালে ডিসিদের নির্দেশনা দিলেন কৃষিমন্ত্রী

কৃষকদের দেখভালে ডিসিদের নির্দেশনা দিলেন কৃষিমন্ত্রী
গণমাধ্যমের সাথে কথা বলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক- ছবি : জাগরণ

ন্যায্যমূল্যে সরাসরি ধান ক্রয়সহ কৃষকদের নানা রকম সুযোগ-সুবিধা দেখভাল করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, ধান ক্রয় কার্যক্রম রাজনৈতিক প্রভাব মুক্ত ছিলো। ভবিষ্যতেও থাকবে। আগামীতে সরকার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করবে। 

বুধবার (১৭ জুলাই) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত ডিসি সম্মেলনের চতুর্থ দিনের সপ্তম কার্য অধিবেশন শেষে গণমাধ্যমের কাছে এ তথ্য জানান তিনি।

কৃষিমন্ত্রী বলেন, এ বছর ধানের দাম নিয়ে যে সমস্যায় পড়তে হয়েছে আশা করি আগামীতে এ সমস্যায় কৃষকদের পড়তে হবে না। বোরো মৌসুমে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করা হবে। একটি গ্রামের ১০০ কৃষকের কাছ থেকে ধান কেনা হলে অন্তত ৩০ জন প্রান্তিক কৃষক উপকৃত হবেন।

এক প্রশ্নের জবাবে ড. আবদুর রাজ্জাক বলেন, কৃষকরা আগামী মৌসুমে যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেজন্য ২ থেকে ৩ হাজার কোটি টাকা প্রণোদনা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই অনুযায়ী ৯ হাজার কোটি টাকা ভর্তুকি দেয়ার জন্য রাখা হয়েছে। 

এমএএম/এসএমএম

আরও পড়ুন