• ঢাকা
  • সোমবার, ২০ মে, ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৮, ০৪:১৬ পিএম

স্বাভাবিক হচ্ছে ভিকারুননিসা, পরীক্ষা অনুষ্ঠিত 

স্বাভাবিক হচ্ছে ভিকারুননিসা, পরীক্ষা অনুষ্ঠিত 

 

অরিত্রী অধিকারী নামে এক ছাত্রীর আত্মহত্যার জেরে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে চলা তিন দিনের আন্দোলনের পর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। শুক্রবার (৭ ডিসেম্বর) বেলা ১২ টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত স্কুলের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বুধবারের (৫ ডিসেম্বর) স্থগিত হওয়া পরীক্ষা আজ অনুষ্ঠিত হয়েছে। তবে গভর্নিং বডির অপসারণের দাবিতে ক্যাম্পাসের বাইরে বিক্ষিপ্তভাবে অভিভাবকরা বিক্ষোভ করেছেন। 

জানা গেছে, আজ ৭ম ও ৯ম শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। বুধবারের স্থগিত হওয়া বাংলা ও ইংরেজি ভার্সনের ৯ম শ্রেণির বায়োলজি ও ৭ম শ্রেণির বিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।পরীক্ষায় শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি রয়েছে। এছাড়া বসুন্ধরা, ধানমন্ডি ও আজিমপুর শাখায় ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

স্কুল থেকে জানানো হয়েছে, শনিবার (৮ ডিসেম্বর) একই সময়ে বাংলা-ইংরেজি ভার্সনের ৯ম শ্রেণির উচ্চতর গণিত ও ৭ম শ্রেণির বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যান্য শাখাগুলোতেও একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ৬ ডিসেম্বরের স্থগিত হওয়া পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর আয়োজনের মাধ্যমে ২০১৮ সালের সকল বার্ষিক পরীক্ষা শেষ হবে।

নির্ধারিত সময়ে পরীক্ষার হলে সন্তানকে নিয়ে আসলেও বিক্ষুব্ধ অভিভাবকরা বর্তমান কমিটির সকল সদস্যদের পদত্যাগের দাবি করেন।   

সুলতানা নাসরিন নামে এক অভিভাবক বলেন, আমরা অযোগ্য গভর্নিং বডির সদস্যদের থাকতে দেব না। তাদের কারণে এ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হচ্ছে।  

রোববার (২ ডিসেম্বর) পরীক্ষা চলাকালীন স্মার্টফোনের মাধ্যমে অরিত্রী নামের নবম শ্রেণির ওই শিক্ষার্থী  নকল করে  বলে অভিযোগ আনে ভিকারুননিসা নূন স্কুল কর্তৃপক্ষ। এ ঘটনায় সোমবার (৩ ডিসেম্বর) তার বাবাকে ডেকে এনে অপমান করা হয় বলে অভিযোগ উঠে। বাবার অপমান সহ্য করতে না পেরে মেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ করেন অরিত্রীর বাবা দিলীপ অধিকারী। এরপর ছয় দফা দাবিতে তার সহপাঠীরা  টানা তিনদিন অান্দোলন করে। 

আনু/আরআই