• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৯, ০৫:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৬, ২০১৯, ০৫:৩৩ পিএম

বায়ুদূষণ রোধে উচ্চ পর্যায়ের কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

বায়ুদূষণ রোধে উচ্চ পর্যায়ের কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ

রাজধানী ঢাকার বায়ুদূষণ রোধে পরিবেশ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার (২৬ নভেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদেশে কী কারণে বায়ুদূষণ হচ্ছে এবং দূষণরোধে কী পদক্ষেপ নেয়া প্রয়োজন? এ সংক্রান্ত গাইডলাইন তৈরি করে ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে কমিটিকে।

আদেশে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জের সকল অবৈধ ইটভাটা ১৫ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই ইটভাটা বন্ধ করতে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করতেও বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী  মনিজল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

এই মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।

এমএ/টিএফ
 

আরও পড়ুন