• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৭:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৭:৩৮ পিএম

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে মারধর

হাফ ভাড়া নিয়ে শিক্ষার্থীকে মারধর

হাফ ভাড়া দেওয়া নিয়ে ঢাকা কলেজের তিন শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ‘মিরপুর মেট্রো সার্ভিস’ পরিবহনের ৯টি বাস আটক করে রেখেছে শিক্ষার্থীরা।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে কলেজের সামনে থেকে বাসগুলো আটক করেন শিক্ষার্থীরা। আটক বাসগুলো কলেজের পাশের নায়েমের গলিতে রাখা হয়েছে।
 
শিক্ষার্থীরা জানান, বিকেল ৩টার দিকে রাজধানীর শ্যামলী বাস স্ট্যান্ড এলাকায় হাফ ভাড়া নিয়ে বাসের সহকারীর সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে ঐ বাসে থাকা ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হন। তারা কলেজের দক্ষিণ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী।

মারধরের শিকার শিক্ষার্থী আশফাক হোসেন বলেন, আমরা হাফ ভাড়া দিতে চাওয়ায় কথা-কাটাকাটির জেরে আমাদের ওপর চড়াও হন বাসের সহকারী এবং চালক। এ সময় আমাদের মারধর করে তারা। শেষ পর্যায়ে শ্যামলী বাসস্ট্যান্ডে গাড়ি থামিয়ে মেট্রো বাসের অন্যান্য সহকারীদের ডেকে আমাদের ওপর হামলা করে।

আটক বাসগুলোর চালকরা জানান, আমরা এ ব্যাপারে কিছুই জানি না। ঢাকা কলেজের সামনে থেকে আমাদের ধরে এনে এখানে আটকে রাখা হয়েছে। আমরা মালিকদের জানিয়েছি, তারা ব্যবস্থা নেবেন।