• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৪, ২০১৯, ০৮:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৪, ২০১৯, ০৮:৫০ পিএম

রামগঞ্জে পুলিশ-ডাকাত গোলাগুলি, আটক ৫

রামগঞ্জে পুলিশ-ডাকাত গোলাগুলি, আটক ৫
দেশি অস্ত্রসহ আটককৃত ৫ ডাকাত ছবি : জাগরণ

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার রামনগর গ্রামে বুধবার (৩ জুলাই) গভীর রাতে পুলিশ ও ডাকাতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ইউনুছ প্রকাশ ইনু ডাকাত (৩৬) সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃত অন্যরা হলেন মো. কামাল হোসেন (২৯), মো. জসিম (২৭), বেলাল হোসেন (২৭) ও হারুনুর রশিদ।

রামগঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডীপুর ইউপির রামনগর গ্রামের মনির পাটোয়ারী বাড়ির বাগানে ডাকাতের একটি গ্রুপ ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ ঘটনাস্থল ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। এ সময় পুলিশ ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ৫ জনকে আটক ও ডাকাতির উপকরণ উদ্ধার করা হয়েছে। 

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, আটককৃত ডাকাতদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি এয়ারগান, দুটি বড় রামদা, একটি কাঁচি এবং লোহা কাটার কাঁচি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই কাউছার হোসেন সুমন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

এনআই

আরও পড়ুন