• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১২, ২০১৯, ০৮:০৮ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১২, ২০১৯, ০৮:০৮ পিএম

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রদল নেতাসহ নিহত ২

নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রদল নেতাসহ নিহত ২
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বিপ্লব খান রায়হান ও মিলন হাওলাদার - ছবি : জাগরণ

ঝালকাঠির নলছিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ছাত্রদল নেতাসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সকালে নলছিটি শহরে পৃথক ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন নলছিটির মগল ইউনিয়নের আমিরাবাদ খাওখির গ্রামের আবু বক্কর সিদ্দিক ননী খানের ছেলে ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব খান রায়হান (২৫) ও একই উপজেলার সূর্যপাশা গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে রাজমিস্ত্রি মিলন হাওলাদার (৩০)।

নিহতের স্বজনদের বরাত দিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ওয়ার্ড মাস্টার মশিউর রহমান বলেন, নিজ বাড়ির ছাদ থেকে বৃষ্টির পানি ঘরের ভেতরে প্রবেশ করছিল। এ জন্য ঘরের ছাদে টিনের ছাপরা দিতে যান বিপ্লব খান রায়হান। এ সময় অসাবধানতাবশত ভবনের ছাদের সাথে হেলে থাকা পল্লী বিদ্যুতের তারের সাথে টিনের লাইনের স্পর্শ হয়। এতে রায়হান বিদ্যুৎস্পৃষ্ট হন।

গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে দুপুর পৌনে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নলছিটি শহরের টিঅ্যান্ডবি রোডের একটি ভবনে রাজমিস্ত্রির কাজ করছিলেন মিলন হাওলাদার। তখন অসাবধানতাবশত হাতে থাকা লোহার রড বৈদ্যুতিক তার স্পর্শ করলে মিলন বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে বেলা সোয়া ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এনআই

আরও পড়ুন