• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৩, ২০১৯, ১১:৫৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০১৯, ১১:৫৬ এএম

বন্দরে ট্রেইলারের ধাক্কায় সিঅ্যান্ডএফ কর্মী নিহত

বন্দরে ট্রেইলারের ধাক্কায় সিঅ্যান্ডএফ কর্মী নিহত

চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে সাইফ পাওয়ারটেকের ট্রেইলারের ধাক্কায় আহসান উল্লাহ শাহীন (৩৫) নামের এক সিঅ্যান্ডএফ কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ জুলাই) রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। বন্দরের নিরাপত্তার কর্মীরা বলছেন, চালকের অদক্ষতা ও গাফিলতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় পালিয়ে গেছে ট্রেইলার চালক জাহিদ।

নিহত আহসান নোয়াখালী জেলার নোয়াখালী সদরের মাইজদি এলাকার জয়নাল আবেদিনের সন্তান।

প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দরের জেটিতে এনসিটি ইয়ার্ডে মাজারের সামনে সাইফ পাওয়ারটেকের ট্রেইলার (এসপি-৬৫) এর ধাক্কায় সিঅ্যান্ডএফের সহকারী জেটি সরকার আহসান উল্লাহ শাহীন মারা যান।

বন্দরের বিশেষ নিরাপত্তারক্ষী নুরুল আবছার বলেন, এ ঘটনার পর থেকেই ট্রেইলার চালক জাহিদ পলাতক রয়েছেন।’

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক আমির হোসেন জানান, চট্টগ্রাম বন্দরের এনসিটি ইয়ার্ডে ট্রেইলারের ধাক্কায় গুরুতর আহত আহসান উল্লাহকে রাত সাড়ে ৮টার দিকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাইফ পাওয়ারটেকের ট্রেইলার চালকের অদক্ষতা ও গাফিলতির কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আক্তার হোসাইন।

এসএমএম

আরও পড়ুন