• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৬:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ০৬:২৭ পিএম

শৈলকুপায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

শৈলকুপায় বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

পেটের তাগিদে ৩ দিন আগে পাবনা থেকে নিজাম (৬০) ও তার ছেলে খায়রুল (৩৫) এসেছিলেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ত্রিবেনী ইউনিয়নের আনন্দনগর গ্রামে দিনমজুরের কাজ করতে। কিন্তু তাদের আর বাড়ি ফিরে যাওয়া হলো না। বজ্রপাত কেড়ে নিল দরিদ্র বাবা আর তার সন্তানকে। আকস্মিক এ ঘটনা ঘটে মঙ্গলবার (১৬ জুলাই) বিকালে।

জানা যায়, গত ৩ দিন আগে পাবনার চাটমোহর থেকে নিজাম ও তার ছেলে খায়রুল আনন্দনগর গ্রামের জামির মালিথার বাড়িতে দিনমজুরের কাজ করতে আসেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে আনন্দনগর গ্রামের মাঠে ধান লাগানোর সময় কোনো প্রকার ঝড়-বৃষ্টি ছাড়াই আচমকা বজ্রপাতে পিতা নিজাম ঘটনাস্থলে মারা যান।

এ সময় নিজামের ছেলে খায়রুল ও ক্ষেতমালিক জামির মালিথা (৪৫) আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনআই

আরও পড়ুন