• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ৩০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৮:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০১৯, ০৮:৫৬ পিএম

নবাবগঞ্জে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, আক্রান্ত ১৫

নবাবগঞ্জে ডেঙ্গু ছড়িয়ে পড়ছে, আক্রান্ত ১৫
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের একাংশ। মঙ্গলবার সন্ধ্যায় তোলা ছবি

সারা দেশের মতো ঢাকার নবাবগঞ্জেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার (৩০ জুলাই) সন্ধ্যা পর্যন্ত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রোগীর সংখ্যা ১৫ জন।

স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স হিরামতি রায় জানান, এসব রোগীর অধিকাংশ বয়সে তরুণ। তাদের মধ্যে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীরা হলেন মনির হোসেন, মেহেনাজ মোস্তফা রিয়া, সদানন্দ শীল, সালমা আক্তার, রুহুল আমিন, তিথি সুলতানা, অদশা মনী, লিমন, তাসিন, রাহাত হোসেন, গুলেনুর বেগম, তাছির, উজ্জ্বল, মিথিলা আক্তার ও তারিফুল  ইসলাম। তারা সবাই নবাবগঞ্জ উপজেলার অধিবাসী।

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি মোকাবিলায় আমাদের সবাইকে সচেতন হতে হবে। আক্রান্ত রোগীদের সব ধরনের সহযোগিতা আমরা করে যাচ্ছি।’

এনআই

আরও পড়ুন