• ঢাকা
  • শুক্রবার, ১০ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩১, ২০১৯, ০৮:২০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩১, ২০১৯, ০৮:২০ পিএম

সীতাকুণ্ডে তেলের ট্যাংকার কাটার সময় ৩ শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ডে তেলের ট্যাংকার কাটার সময় ৩ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে তেলের ট্যাংকার কাটার সময় তিন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার (৩১ জুলাই) বিকালে সীতাকুণ্ডের শীলতলপুর এলাকার ম্যাক করপোরেশনের ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে মারা যান নান্টু হোসেন (২৪), রাসেল (২৫) ও ছবিরুল (২৬) নামের তিন শ্রমিক।

নিহতদের মধ্যে নান্টু ও রাসেলের বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায়, ছবিরুলের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়িতে।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম শেখ জানান, বুধবার দুপুরে ট্যাংকারের মুখ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক সন্তোষ চাকমা বলেন, সীতাকুণ্ডে জাহাজ কাটার সময় অসুস্থ হয়ে তিন শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এনআই

আরও পড়ুন