• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৫, ২০১৯, ০৩:৩১ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৫, ২০১৯, ০৩:৩১ পিএম

ঝিনাইদহে ৬৬ ডেঙ্গু রোগী শনাক্ত

ঝিনাইদহে ৬৬ ডেঙ্গু রোগী শনাক্ত

প্রতিদিন ঝিনাইদহে ডেঙ্গুর বিস্তার ঘটছে। নতুন নতুন রোগী আসছে হাসপাতালে। সোমবার (৫ আগস্ট) পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৩ জন। এ নিয়ে মোট ৬৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বাকি ৩৩ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। কেউ ঢাকায় চিকিৎসার জন্য চলে গেছেন। ঝিনাইদহ সদর হাসপাতালের পরিসংখ্যান অফিসার আব্দুল কাদের এ সব তথ্য জানান। 

তিনি বলেন, গত ৭২ ঘণ্টায় ১৬ জন নতুন ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। রোববার ১০ জন ভর্তির হওয়ার পর সোমবার দুপুর পর্যন্ত ৬ জন ভর্তি হয়েছেন। গতবছর আগস্ট সরকারিভাবে ডেঙ্গু চিকিৎসার ১০০টি কিট পাওয়া গিয়েছিল। ৩০টি পরীক্ষার কাজে ব্যয় হয়েছে। এখনো ৭০টি কিট মজুদ আছে। ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অপুর্ব কুমার জানান, ঈদের ছুটিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে পারে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। 

কেএসটি

আরও পড়ুন