• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৬, ২০১৯, ০৫:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৬, ২০১৯, ০৫:৪৯ পিএম

ময়মনসিংহে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

ময়মনসিংহে মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার
গ্রেফতারকৃত মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলী - ছবি : জাগরণ

ময়মনসিংহের মুক্তাগাছায় নারী ও শিশু নির্যাতন মামলায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (৫ আগস্ট) বিকালে শহরের হৃদয় মোড়স্থ বাসা থেকে মুর্শিদা আক্তার কাকলীকে গ্রেপ্তার করা হয়।

থানা-পুলিশ জানায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুর্শিদা আক্তার কাকলীর নামে হৃদয় মোড় এলাকায় একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তিনি এটি পরিচালনা করেন। ২০১৮ সালের জুন মাসে উপজেলার দুল্লা ইউনিয়নের ভালুকচাপড় গ্রামের এক নারীকে জোরপূর্বক গর্ভপাত ঘটানোর ঘটনা ঘটে। এ ঘটনায় কাকলীকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় একটি মামলা হয়। এই মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মুক্তাগাছা থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৬ আগস্ট) তাকে ময়মনসিংহের আদালতে সোপর্দ করা হয়েছে।

এনআই

আরও পড়ুন