• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৭, ২০১৯, ০৪:১৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৭, ২০১৯, ০৪:১৫ পিএম

হাজীগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু

হাজীগঞ্জে ডেঙ্গুতে নারীর মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার আহাম্মদপুর গ্রামের আবদুল হাইয়ের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মঙ্গলবার দিবাগত রাতে তাকে আহাম্মদপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এই প্রথম হাজীগঞ্জ উপজেলায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন মনোয়ারা বেগম। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়ত ডেঙ্গু পরীক্ষা চলছে। এর আগে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

মনোয়ারা বেগমের ৫ মেয়ে ও ৪ ছেলেসন্তান রয়েছে। তার ছেলে মোশারফ হোসেন সেলিম বলেন, ‘গত শনিবার মাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার ভোর রাতে মারা যান। সন্ধ্যায় তাকে দাফন করা হয়েছে।’ তিনি আরো জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মায়ের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়।

এনআই

আরও পড়ুন