• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৫, ২০১৯, ০২:০৯ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৫, ২০১৯, ০২:৪২ পিএম

শাহরাস্তিতে ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসাছাত্রের মৃত্যু

শাহরাস্তিতে ডেঙ্গু আক্রান্ত মাদ্রাসাছাত্রের মৃত্যু
আবু বকর সিদ্দিক সিয়াম  -  ছবি : জাগরণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের মাদ্রাসাছাত্র আবু বকর সিদ্দিক সিয়াম (১৪) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে। বুধবার (১৪ আগস্ট) রাত ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

সিয়াম শাহরাস্তি উপজেলার টামটা পশ্চিমপাড়া নোয়াবাড়ির জাকির হোসেনের ছেলে। তার মা-বাবা ও দুই বোন রয়েছে। সে হাজীগঞ্জ উপজেলার গন্ধ্যর্বপুর ইউনিয়নের মোহাম্মদপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।

পারিবারিক সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মাদ্রাসা থেকে জ্বর নিয়ে বাড়ি যায়। মঙ্গলবার (১৩ আগস্ট) শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে ডেঙ্গু।

বুধবার সকালে তাকে কুমিল্লায় রেফার করা হয়। পরে সেখান থেকে ঢাকা নেয়ার পথে সন্ধ্যায় কাঁচপুর ব্রিজের কাছে তার মৃত্যু হয়।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

শাহরাস্তি সুহৃদ সমাজের সভাপতি ইমতিয়াজ ছিদ্দিকী তোহা বলেন, তার বাবা একজন কৃষক।  রাজধানীর একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল সিয়াম। ঈদের আগে জ্বর নিয়ে এলেও ঈদের পরদিন জ্বর পরীক্ষা করতে গিয়ে ডেঙ্গু ধরা পড়ে।

এনআই

আরও পড়ুন