• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৫, ২০১৯, ১০:০০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৫, ২০১৯, ১০:০০ পিএম

চুনারুঘাটে ডেঙ্গুতে মারা গেলেন বাবুর্চি

চুনারুঘাটে ডেঙ্গুতে মারা গেলেন বাবুর্চি

এবার ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল কালাম (৫৫) নামের এক বাবুর্চি। শনিবার (২৪ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল।

ইউএনও জানান, নিহত আব্দুল কালাম উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মফিজ উল্লাহর ছেলে। পেশায় তিনি বাবুর্চি ছিলেন। সপ্তাহখানেক আগে ডেঙ্গু শনাক্ত হলে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে ঢাকায় স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন থেকে শনিবার মারা যান কালাম। রোববার (২৫ আগস্ট) বিকালে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এনআই

আরও পড়ুন