• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০১৯, ১২:৪০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৫, ২০১৯, ১২:৪৫ পিএম

দিনে আত্মসমর্পণ রাতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত 

দিনে আত্মসমর্পণ রাতে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী নিহত 

চট্টগ্রাম নগরীর খুলশী থানায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১৩ মামলার আসামি বেলাল (৪৩) নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত বেলাল তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ শীর্ষ সন্ত্রাসী।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে খুলশী থানায় এসে আত্মসমর্পণ করা বেলালকে গভীর রাতে অস্ত্র উদ্ধারে গিয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়।

নিহত বেলাল কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মোহনপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি চট্টগ্রাম নগরের আমবাগান রেলওয়ে লোকোশেড কলোনিতে বসবাস করতেন। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে বলে জানান খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী।

ওসি প্রণব বলেন, ‘বেলাল দিনে আত্মসমর্পণ করলে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি জালালাবাদ পাহাড়ের গোপন আস্তানায় অস্ত্র মজুদ রাখার কথা জানান। রাত দেড়টার দিকে তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে সেখানে তার সহযোগীরা আমাদের আক্রমণ করে। এসময় প্রতিরোধ করলে বেলাল ও এসআই মাহবুব অপুসহ তিন পুলিশ গুলিবিদ্ধ হয়।’

তিনি আরো বলেন, ‘আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন। আর মাহবুব অপু ও দুই পুলিশ কনেস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। এসময় একটি এলজি, তিনটি রাম দা ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় ঘটনাস্থল থেকে।’

তবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আব্দুল হামিদ বলেন, ‘গুলিবিদ্ধ বেলালকে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে হাসপাতালে আনেন খুলশী থানা পুলিশের একটি টিম। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বেলালকে তখনই মৃত ঘোষণা করেন।’ 

কেএসটি
 

আরও পড়ুন