• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৩:০০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০১৯, ০৩:০০ পিএম

তাহিরপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

তাহিরপুরে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৫

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। গুরুতর আহতরা হলেন রাদেন মিয়া (১৮), আবুল বাসার (২৬), রহমত আলী (৩২), আনিস মিয়া প্রমুখ। তাদের মধ্যে আবুল বাসারকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুই পক্ষের অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর রাদেন মিয়ার পক্ষে গফুর মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া খেলার মাঠে গত সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে দক্ষিণ বড়দল ইউনিয়নের মাটিকাটা গ্রামের শাহপরান মিয়ার ছেলে রাদেন মিয়ার সাথে একই গ্রামের শাসছু মিয়ার ছেলে মিয়া হোসেনের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে শাসছু মিয়া, আক্তার মিয়া, জাকির হোসেন, ধন মিয়া, রাজ্জাক মিয়াসহ তাদের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বড়ছড়া আব্দুর রশিদ মিয়ার বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালায়। তাদের বাধা দিলে রাদেন মিয়া (১৮), আবুল বাসার (২৬), রহমত আলী (৩২), আনিস মিয়ার ওপর এলোপাতাড়ি দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়।

এ ব্যাপারে মামলার বাদী গফুর মিয়া বলেন, ‘বাড়িঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনার পরপর ট্যাকেঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা এসে সরেজমিনে দেখে গেছেন। মামলাটি এখনো এফআইআর হয়নি। আমি ন্যায়বিচার চাই। প্রশাসনের সহযোগিতা চাই।’

এ ব্যাপারে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, ‘অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত চলছে। মামলাটি প্রক্রিয়াধীন।

এনআই

আরও পড়ুন