• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৯:০০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১২, ২০১৯, ০৯:০০ পিএম

খালেদা জিয়ার মুক্তির দাবি রাবি শিক্ষক ফোরামের

খালেদা জিয়ার মুক্তির দাবি রাবি শিক্ষক ফোরামের
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের মানববন্ধন  -  ছবি : জাগরণ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে অনুষ্ঠিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানায়।

এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অভিযুক্ত করে কারাবন্দী করা হয়েছে। কিন্তু তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন তার সকল কর্মকাণ্ড এবং দিকনির্দেশনা দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য ছিল মাইলফলক। তিনি এখন ন্যায়বিচার থেকে বঞ্চিত। তিনি অসুস্থ, তার পরও তাকে চিকিৎসা না করিয়ে কারারুদ্ধ রাখা হয়েছে। এ সময় বক্তারা খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও তার উন্নত চিকিৎসার দাবি জানান।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখার জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. হাবীবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন কলা অনুষদের সাবেক ডিন অধ্যাপক ফজলুল হক, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক আমজাদ হোসেন, জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহসভাপতি মামুনুর রশিদ প্রমুখ।

এনআই

আরও পড়ুন