• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৮:০০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৮:০০ পিএম

প্রেমিকাকে ধর্ষণের অপরাধে প্রেমিকের যাবজ্জীবন

প্রেমিকাকে ধর্ষণের অপরাধে প্রেমিকের যাবজ্জীবন

বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলায় অভিযুক্ত ধর্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

রোববার (১৫ সেপ্টেম্বর) বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীশ আজাদ আসামির উপস্থিতিতে এই দণ্ডাদেশ দেন।

দণ্ডিত আসামি বেল্লাল হোসেন মেহেন্দিগঞ্জ উপজেলার চরলতা গ্রামের বাসিন্দা হারুন হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন মনোহরি ব্যবসায়ী।

আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান জানান, স্কুলছাত্রীর সাথে আসামি বেল্লালের দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ করে।

সর্বশেষ ২০১৩ সালের ৯ সেপ্টেম্বর ওই ছাত্রীর সাথে পুনরায় শারীরিক সম্পর্ক করতে গেলে ছাত্রীর মা দেখে ফেলেন। এ সময় দু-এক দিনের মধ্যে বিয়ের আশ্বাস দিয়ে পালিয়ে যায় বেল্লাল।

এ ঘটনায় একই বছরের ১৫ সেপ্টেম্বর ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করে। ওই মামলায় মেহেন্দিগঞ্জ থানার উপপরিদর্শক অসীম কুমার সিকদার একই বছরের ১২ অক্টোবর আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেন।

এরপর ২০১৫ সালের ২৩ মার্চ একমাত্র আসামি বেল্লাল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠন করা হয়। মামলায় সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ওই দণ্ডাদেশ দেন।

এনআই

আরও পড়ুন