• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১০:০৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১০:০৬ পিএম

স্বামীর নির্যাতনে দুই সন্তানের জননীর মৃত্যু, আটক ৩

স্বামীর নির্যাতনে দুই সন্তানের জননীর মৃত্যু, আটক ৩

টাঙ্গাইলের কালিহাতীতে স্বামীর নির্যাতনে রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূ রেহেনা খাতুন (২৫) উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বেলটিয়া আলিপুর গ্রামের সামান আলীর ছেলে ভ্যানচালক আবু বকরের স্ত্রী।

এ ঘটনায় স্বামী আবু বকর, বড় ভাই ইউসুফ ও ছোট ভাই আল-আমীনকে আটক করেছে পুলিশৈ। নিহতের ৫ বছর ও ৭ মাসের দুটি কন্যাসন্তান রয়েছে। নিহত গৃহবধূ সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বারদুল চর গ্রামের জহুর উদ্দিনের মেয়ে।

জানা যায়, শনিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে পারিবারিক কলহের একপর্যায়ে রেহেনাকে বেধড়ক মারধর করেন স্বামী আবু বকর। এতে রেহেনার অবস্থার অবনতি হলে তাকে রাতেই কবিরাজ দিয়ে চিকিৎসা করান। অবস্থার উন্নতি না হলে স্থানীয় বেরিপটল বাজারের পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকের পরামর্শে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যান রেহেনা।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল-মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত গৃহবধূর গলা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। লাশ থানায় আনা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এনআই

আরও পড়ুন