• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৩০, ২০১৯, ০২:৫৫ পিএম

মাছ ধরাকে কেন্দ্র করে ১ জনকে পিটিয়ে হত্যা

মাছ ধরাকে কেন্দ্র করে ১ জনকে পিটিয়ে হত্যা

বরগুনার বেতাগী উপজেলার বিষখালী নদীতে মাছ ধরা বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবুল (৩৫) নামে এক জেলে নিহত হয়েছে। তার বাড়ি বেতাগী সদর ইউনিয়নের ঝোপখালী গ্রামে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে। 

প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান জানিয়েছেন, সোমবার সকালে তিনি ও বাবুল বিষখালী নদীতে ইলিশের জাল ফেলেছিলেন। কিছুক্ষণ পরে একই বাড়ির রিপন ও শিখন ওই জালের সামনে তাদের জাল ফেলেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে রিপন বৈঠা দিয়ে পেছন থেকে বাবুলের মাথায় আঘাত করে। নৌকার ভিতরেই বাবুল মারা যায়। 

বেতাগীর থানার ওসি মো. কামরুজ্জামান মিয়া জানিয়েছেন, এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। শিখনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

কেএসটি
 

আরও পড়ুন