• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২, ২০১৯, ০৪:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২, ২০১৯, ০৪:৪৮ পিএম

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

টাঙ্গাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ৩০

টাঙ্গাইলের মধুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের উপজেলার গাংগাইর বেকারকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী একটি বাস ওই এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এছাড়া স্থানীয়রা কমপক্ষে ২০ জন যাত্রীকে উদ্ধার করেছে।

এনআই

আরও পড়ুন