• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৯, ০১:০২ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১২, ২০১৯, ০১:০৩ পিএম

শেবাচিমে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

শেবাচিমে ডেঙ্গু আক্রান্ত বৃদ্ধের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত আব্দুল খালেক (৬৫) নামে এক জনের মৃত্যু হয়েছে।শুক্রবার (১১ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মেডিসিন বিভাগে তার মৃত্যু হয়।

মৃত আব্দুল খালেক ভোলা সদর উপজেলার চরগাজী গ্রামের মৃত নেজাবুল হক এর ছেলে। হাসাতাল পরিচালক ডা. মো. বাকির হোসেন এই তথ্য জানিয়েছেন।

এদিকে আব্দুল খালেক গাজীসহ এ নিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১২ রোগীর মৃত্যু হয়েছে। তাছাড়া এ হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৬৮৮ জন ডেঙ্গু রোগী।

হাসপাতাল পরিচালক জানান, শুক্রবার (১১ অক্টবর) আব্দুল খালেক (৬৫) দুপুরে ডেঙ্গু জ্বর নিয়ে অজ্ঞান অবস্থায় শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। পরে শনিবার গভির রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৩ শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছে। যার মধ্যে মৃত্যু হয়েছে একজনের। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন। তাছাড়া এ পর্যন্ত চিকিৎসায় সুস্থ হয়েছে ২ হাজার ৬৪৬ জন।

একেএস

আরও পড়ুন