• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১২, ২০১৯, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১২, ২০১৯, ০৪:৪৪ পিএম

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলের কারাদণ্ড

চাঁদপুরে মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলের কারাদণ্ড
মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলেকে কারাদণ্ড

চাঁদপুরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ শিকারের দায়ে ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে ৬ জনকে ১ বছর করে কারাদণ্ড দেয়া হয়।

শনিবার (১২ অক্টোবর) সকালে হাইমচরেন উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসি বেগম। 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-হাইমচর উপজেলার মজিবর রাঢ়ী (৪৫) ও মো. সাইফুল ইসলাম (২০)। সদর উপজেলার আক্কাছ খান (৪২), সুমন খান (৩৫), মো. আরিফ (২০) ও মো. রিপন গাজী(১৮)।

এর আগে, শুক্রবার (১১ অক্টোবর) রাতে মতলব উত্তর উপজেলায় ১০ জেলেকে আটক করা হয়। মতলব উত্তরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার। এ সময় ৩টি নৌকা ও ৬০ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। কারাদণ্ড প্রাপ্তরা হলেন-কিল (২২), মো. শিপন (১৯), আ. রহিম (৪০), মো. সাগর হোসেন (২৪), মীর হোসেন (১৮), মো. নাছির উদ্দিন (২২), মো. বাবু (২০), নজরুল ইসলাম (২৮), মো. মাসুদ (৩০), মো. দুলাল (২৫)।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুল বাকি জানান, দুই উপজেলায় কারাদণ্ডপ্রাপ্ত জেলেদের শনিবার সকালে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। অভয়াশ্রম এলাকায় জেলা উপজেলা টাস্কফোর্সের অভিযান অব্যাহত রয়েছে।

একেএস

আরও পড়ুন