• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ০৭:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০৭:৫৪ পিএম

ফ্লাইওভারের উদ্বোধনী গেট খুলতে গিয়ে ডেকোরেটর মালিকের মৃত্যু

ফ্লাইওভারের উদ্বোধনী গেট খুলতে গিয়ে ডেকোরেটর মালিকের মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ফ্লাইওভারের উদ্বোধনী গেট খুলতে গিয়ে রাস্তায় পড়ে গাড়ির চাপায় দেলোয়ার মিয়া (৩৫) নামের এক ডেকোরেটর মালিকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের ভুলতা ফ্লাইওভারের উদ্বোধনী গেট খোলার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার মিয়া উপজেলার ভুলতা ইউনিয়নের বলাইখাঁ গ্রামের মহিউদ্দিনের ছেলে। তিনি লামিয়া ডেকোরেটর নামের একটি ডেকোরেটরের মালিক।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভুলতা ফাঁড়ির ইনচার্জ শহিদুল আলম জানান, বুধবার দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মেগা প্রকল্প ভুলতা ফ্লাইওভারের উদ্বোধন করেন। ফ্লাইওভারের সেই উদ্বোধনী গেটের ডেকোরেটরের কাজ করেন লামিয়া ডেকোরেটরের মালিক দেলোয়ার মিয়া। উদ্বোধন শেষে রাত ১১টার দিকে গেট খোলার সময় দেলোয়ার মিয়া উপর থেকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত অবস্থায় ইউএসবাংলা হসপিটালে চিকিসারত অবস্থায় তিনি মারা যান। লাশ তার পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে দাফন সম্পন্ন হয়।

এনআই

আরও পড়ুন