• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০১৯, ১১:৫৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৮, ২০১৯, ১২:১১ পিএম

রামুতে বসতঘর পুড়ে ছাই এক শিশু

রামুতে বসতঘর পুড়ে ছাই এক শিশু

কক্সবাজারের রামু উপজেলায় রান্নার তেল থেকে সৃষ্ট আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৫ বছরের এক শিশুসহ একটি বসত ঘর। নিহত শিশুটি আবদুল আউয়াল জেহাদ (৫) নাইক্ষ্যংছড়ি উপজেলার দোছড়ি ইউনিয়নের আনসারুল্লাহ’র ছেলে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮ টায় কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি ঢালার মূখ নামক এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জাফর আলমের স্ত্রী রান্না করার এক পর্যায়ে আগুন ধরে যায় এবং দ্রুত তা ছড়িয়ে পড়ে। এ সময় বেড়তে আসা গৃহকর্তা জাফরের ঘুমন্ত ঝি নাতি আবদুল আউয়াল নিমিষেই পুড়ে যায়। 

স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন জানান, এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন। আর ক্ষয় ক্ষতি হয় নগদ ১ লক্ষ টাকাসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল। 

তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্তরা মৃত এ শিশুর জন্যে আহাজারী করছে। বসত ঘর পুড়ে যাওয়ায় পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে অবস্থান করছে। এ ঘটনায় পুরো দৌছড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

এর আগে গত ৩ সেপ্টেম্বর গভীর রাতে পার্শ্ববর্তী গর্জনিয়া বাজারে আগুনে পুড়ে গিয়ে ১ ব্যবসায়ী ও এক কর্মচারী ছাই হয়ে গিয়েছিল।

টিএফ

আরও পড়ুন