• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২০, ২০১৯, ০৩:৪০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২০, ২০১৯, ০৩:৪০ পিএম

শ্যালককে হত্যার দায়ে খুলনায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড

শ্যালককে হত্যার দায়ে খুলনায় ভগ্নিপতির মৃত্যুদণ্ড

খুলনা জেলার তেরখাদা উপজেলার চরকুশলা গ্রামে ভগ্নিপতির কুড়ালের কোপে শ্যালক কালু খাঁ হত্যার ঘটনায় ভগ্নিপতি আমিনুল খাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। 

রোববার (২০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন। ২০১৭ সালের ৯ আগস্ট এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

আদালত সূত্রে জানা যায়, নিহত কালু খাঁর বোনের সঙ্গে তার স্বামী আমিনুল খাঁর মনোমালিন্য হয়। এর জের ধরে একই গ্রামে ভাইয়ের বাড়ি  চলে আসেন। এক পর্যায়ে বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে এ নিয়ে ক্ষোভ চলে আসছিল। এরই জের ধরে ২০১৭ সালের ৯ আগস্ট স্ত্রীকে ফিরিয়ে নিতে আসে আমিনুল। এ নিয়ে তার স্ত্রী ও শ্যালক কালু খাঁর সঙ্গে বাক-বিতণ্ডায় লিপ্ত হন। ওই দিন রাত পৌনে ১২টার দিকে কালু খাঁ ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়লে ভগ্নিপতি আমিনুল খাঁ তাকে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। স্বামীর আর্তচিৎকারে কালুর স্ত্রী ঠেকাতে এলে আমিনুল তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনায় ১০ আগস্ট নিহত কালু খাঁর ছেলে মো. আশানুর খাঁ বাদী হয়ে একই গ্রামের লুৎফার খার ছেলে আমিনুল খাঁর বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন।

কেএসটি

আরও পড়ুন