• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০৪:২১ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ০৪:২১ পিএম

পাচারকালে ৭৩ লাখ টাকার মালপত্র জব্দ

পাচারকালে ৭৩ লাখ টাকার মালপত্র জব্দ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকার একটি পার্কিং থেকে বিজিবি অভিযান চালিয়ে ভারতীয় ট্রাকসহ ১২ হাজার পাতা বাংলাদেশি সুখী বড়ি ও ২৭০ কেজি সুপারি জব্দ করেছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুরে ভোমরা স্থলবন্দরের অথৈ ট্রেডার্সের পার্কিং থেকে এসব মালপত্র জব্দ করা হয়। তবে, এ সময় বিজিবি সদস্যরা কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি। ট্রাকসহ জব্দকৃত মালপত্রের আনুমানিক মূল্য ৭৩ লাখ ২১ হাজার টাকা।

বিজিবি জানায়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বিপুল পরিমাণ বাংলাদেশি সুপারি ও সুখী বড়ি ভারতে পাচারের উদ্দেশ্যে সে দেশের ট্রাকে লোড করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মো. মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল বন্দর এলাকার অথৈ ট্রেডার্স এর পার্কিং এ অভিযান চালায়। এ সময় সেখান থেকে ভারতীয় ট্রাকসহ ওই মালপত্রগুলো জব্দ করা হয়। 

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় জব্দকৃত ভারতীয় ট্রাকসহ ওইসব মালপত্র সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

কেএসটি

আরও পড়ুন