• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ০৫:২৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ০৫:২৮ পিএম

অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

অদ্ভুত আকৃতির শিশুর জন্ম

শেরপুরে মাথার খুলিবিহীন অদ্ভুত আকৃতির এক শিশুর জন্ম হয়েছে। সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের নিজপাড়া গ্রামে মো. আব্দুর রহিমের স্ত্রী হালিমা বেগম নরমাল ডেলিভারির মাধ্যমে এই ছেলেশিশুর জন্ম দেন।

শিশুটির বাবা মো. আব্দুর রহিম বলেন, ‘আমি পেশায় একজন রাজমিস্ত্রি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে আমার স্ত্রীর পেটে ব্যথা শুরু হলে তাকে শেরপুর জেলা সদর হাসপাতলে ভর্তি করি। শুক্রবার সকালে আমার স্ত্রী ছেলেসন্তান প্রসব করে। প্রসবের পর ছেলেকে দেখতে গেলে আমি ভয় পেয়ে যাই। কারণ আমার ছেলের মাথা, দুই চোখ কিছুই নেই। শুধু আমিই ভয় পাইনি, আমার পরিবারের সবাই ভয় পেয়েছে।’

শিশুটির দাদি রহিমা জানান, জন্ম নেয়ার পর শিশুটিকে তার মা (হালিমা বেগম) গ্রহণ করছে না। এমনকি বুকের দুধও খাওয়াচ্ছে না। এভাবে চলতে থাকলে মারা যাবে শিশুটি।

সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোবারক হোসেন বলেন, এ রকম শিশু জন্মের ঘটনা খুবই বিরল। যেহেতু শিশুটির দুই চোখসহ মাথার খুলি নেই; তাই একে বাঁচানো কষ্ট হবে। তিনি আল্লাহর ওপর ভরসা রাখার জন্য বলেন।

এনআই

আরও পড়ুন