• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৯, ০৪:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৮, ২০১৯, ০৪:৩৯ পিএম

চুয়াডাঙ্গায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় শিক্ষক গ্রেফতার

চুয়াডাঙ্গায় এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় শিক্ষক গ্রেফতার
শিক্ষক শাহীন উদ্দীন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিশপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শাহীন উদ্দীনের বিরুদ্ধে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার (১৬ নভেম্বর) বিকালে স্কুলের একটি কক্ষে ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা চালানো হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর মা দামুড়হুদা মডেল থানায় মামলা করলে পুলিশ রোববার (১৭ নভেম্বর) মধ্যরাতে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করেছেন।

অভিযুক্ত শিক্ষক শাহীন উদ্দীন দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের ইসলাম উদ্দীনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মজলিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেন শাহীন উদ্দীন। ক্লাসের পর স্কুলের একটি কক্ষেই ছেলে মেয়েদের প্রাইভেট পড়ান তিনি। 

চতুর্থ শ্রেণির ওই শিক্ষার্থীর অভিযোগ, শনিবার বিকালে প্রাইভেট পড়া শেষে সবাইকে ছুটি দিলেও বাড়তি পড়ার কথা বলে তাকে আটকে রাখা হয়। এরপর সবাই ছেলে গেলে অভিযুক্ত শিক্ষক তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এক পর্যায়ে পালিয়ে এসে রক্ষা পায় ওই স্কুলছাত্রী। 

ওই শিক্ষার্থীর বাবা জানান, বিষয়টি আমরা অবহিত হওয়ার পর স্কুল পরিচালনা পর্ষদকে জানায়। এরপর তারা রোববার সন্ধ্যায় সালিশ বৈঠকের আয়োজন করেন। বৈঠকে বিষয়টি মীমাংসার জন্য চাপ দিলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রাম জুড়ে। এক পর্যায়ে মারামারির ঘটনাও ঘটে। মারপিটের শিকার হন একজন সংবাদকর্মীও। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি সুকুমার বিশ্বাস জানান, ঘটনাটি অবহিত হওয়ার পর আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে থেকে প্রাথমিকভাবে আমরা অভিযুক্ত শিক্ষককে আটক করে হেফাজতে নেই। পরে রাতে ওই শিক্ষার্থীর মা এ ঘটনায় দামুড়হুদা থানাতে একটি মামলা দায়ের করলে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার দেখানো হয়। 

টিএফ
 

আরও পড়ুন