• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০১৮, ০১:২১ পিএম

নেতৃত্ব শূন্য হয়ে কামালকে ভাড়া করেছে বিএনপি : নাসিম

নেতৃত্ব শূন্য হয়ে কামালকে ভাড়া করেছে বিএনপি : নাসিম


দুর্নীতির দায়ে রাজনীতির মাঠে নেতৃত্ব শূন্য হয়ে পরায় বিএনপি ড. কামাল হোসেনকে ভাড়া করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম।  

বুধবার (১৯ ডিসেম্বর) রাতে পাবনা-৫ (সদর) আসনের নৌকার প্রার্থী সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এর নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপি জামায়াতকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভাড়াটে খেলোয়ার দিয়ে খেলায় জেতা যায় না। বিজয়ের মাসে আওয়ামী লীগ কোনোদিন পরাজিত হয়নি, এবারেও হবে না। বিএনপি জামায়াতকে খুনীর দল আখ্যায়িত করে মো. নাসিম এমপি বলেন, ড. কামাল, কাদের সিদ্দিকী, আ স ম রবের মত বঙ্গবন্ধুর স্নেহ পাওয়া নেতারা ক্ষমতার লোভে স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে ঐক্য করেছেন। বিজয়ের মাসে জনগণ তাদের ঘৃণাভরে প্রত্যাখান করবে।

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের বেঈমান বিশ্বাস ঘাতক মন্তব্য করে নাসিম বলেন, পাকিস্তানের দোসরদের সঙ্গে হাত মিলিয়ে যারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তাদের জনগণ নির্বাচনে লাল কার্ড দেখিয়ে চিরদিনের মত বিদায় করে দেবে।

সভায় গত দশ বছরে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বের নেতারা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনাকেই দেখতে চায়। আগামী নির্বাচনে শেখ হাসিনার বিজয়ী করার মধ্য দিয়ে রাজাকার আলবদরদের দেশ থেকে বিলুপ্ত করে দেবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল দিতে চায় না, খেলেই জিততে চায়। নির্বাচনে এসেছেন স্বাগত জানাই, কিন্তু ফাউল করার চেষ্টা করবেন না।

এ সময় নাসিম পাবনায় গ্যাস সংযোগ, রেলপথ চালু, ইপিজেড, বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,পাবনা মেডিকেল কলেজ ও নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের উদাহরণ তুলে চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যহত রাখতে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।

পাবনা পৌর সদরের শালগাড়ীয়া ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি একরাম হোসেনের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদত চৌধুরী, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, আবু ইসহাক শামিম, পাবনা পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট তসলিম হাসান সুমন, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি শিবলী সাদিক প্রমুখ।

এএস/