• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২১, ২০১৯, ০৬:৫৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২১, ২০১৯, ০৮:০৫ পিএম

চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন
নিহত ইরফান আহমেদ - ছবি : জাগরণ

চট্টগ্রামে বন্ধুর ছুরিকাঘাতে ইরফান আহমেদ (১৮) নামের এক কলেজছাত্র খুন হয়েছে। ঘটনার পর স্থানীয় লোকজন সাদ্দাম হোসেন নামের ওই বন্ধুকে আটক করে পুলিশের হাতে স্থানান্তর করেছে। পুলিশ তার বিরুদ্ধে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার বড়পুল এলাকায় পিডিবি অফিসের অদূরে আড়ং ভবনের সামনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইরফান আহমেদ হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার ইদ্রিস সওদাগরের ছেলে। সে কাট্টলীর মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল বলে জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া।

তিনি জানান, বিকেল সাড়ে ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় ইরফান আহমেদকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুক, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম ওবায়দুর রহমান জানান, ইরফান আহমেদ ও সাদ্দাম হোসেন দুই বন্ধু। তাদের মধ্যে আগে থেকেই কোনো বিষয় নিয়ে ঝগড়া ছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকেলে আড়ং ভবনের সামনে তাদের মধ্যে কথা-কাটাকাটিও হয়। একপর্যায়ে সাদ্দাম হোসেন ইরফানকে উপর্যুপরি ছুরিকাঘাত করতে থাকে।
ইরফান মাটিতে লুটিয়ে পড়ার পর সাদ্দাম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন তাকে আটক করে।

ওসি আরো জানান, সাদ্দাম হালিশহর থানার মইন্যাপাড়া এলাকার মো. লালনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এনআই

আরও পড়ুন