• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০৭:২৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ০৮:২৩ পিএম

কক্সবাজারে বৌদ্ধ-মুসলিম আন্তর্জাতিক সম্মেলন

সংঘাত এড়াতে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখতে হবে

সংঘাত এড়াতে ধর্মীয় নেতাদের ভূমিকা রাখতে হবে
কক্সবাজারে বৌদ্ধ-মুসলিম আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নেয়া বিভিন্ন দেশের নেতারা  -  ছবি : জাগরণ

আন্তর্জাতিক বৌদ্ধ-মুসলিম ফোরামের নেতারা বলেছেন, মিয়ানমার থেকে যেসব রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, তাদের কারণে স্থানীয়রা অনেকটা সংখ্যালঘুতে পরিণত হয়েছেন। এতে তারা খুবই বেকায়দায় রয়েছেন এবং বর্তমানে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

বিশেষ করে অনেক রোহিঙ্গা ক্যাম্পের বাইরে গিয়ে মিশে যাওয়ায় সংঘাত সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে করে অনেক গোষ্ঠী ধর্মকে কাজে লাগিয়ে ধর্ম সম্পর্কে ভুল ব্যাখ্যা দিয়ে একে অপরের সাথে সংঘাত সৃষ্টি করতে পারে। এ জন্য ধর্মীয় নেতাদের সতর্ক থাকতে হবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

শুক্রবার (২২ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে কক্সবাজার শহরের একটি অভিজাত হোটেলে সম্মেলন শেষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা জানানো হয়।

বক্তারা আরো বলেছেন, বিশ্বে ধর্মীয় শান্তি রক্ষায় ন্যায়পরায়ণ একটা সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যেতে হবে। জাতিগতভাবে বিভিন্ন সময়ে না বুঝে অনেকেই ঘৃণ্য কাজে জড়িয়ে পড়ে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে এই আন্তর্জাতিক বৌদ্ধ-মুসলিম ফোরাম। আমরা সারাবিশ্বে দেখেছি, সংখ্যালঘু সম্প্রদায় সব সময় নির্যাতনের শিকার হয় এবং আতঙ্কে থাকে। এ জন্য এক ধর্মের লোককে অপর ধর্মের লোকদের ধর্ম সম্পর্কে বোঝানো দরকার। এসব সমস্যা থেকে প্রতিকার পেতে হলে নিজ নিজ অবস্থানের ধর্মীয় নেতাদের একত্রিত হয়ে কাজ করতে হবে।

আন্তর্জাতিক বৌদ্ধ-মুসলিম ফোরাম আয়োজিত দুই দিনব্যাপি আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনের শেষ দিনের সারা বিশ্বের ২০টি দেশের ধর্মীয় নেতারা অংশ নেন। এতে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা, ভারত, চীন, জাপান, কম্বোডিয়া, মিয়ানমার, থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভিয়েতনাম ও মালয়েশিয়ার অর্ধশতাধিক ধর্মীয় নেতা অংশ নেন।

এ সময় বাংলাদেশের পক্ষে প্রিন্সিপাল সুকোমল বড়ুয়া, প্রফেসর ড. আবু বক্কর, প্রফেসর রণজিৎ কুমার দে, প্রফেসর প্রবোধ চন্দ্র বড়ুয়া ও ইসলামী ফাউন্ডেশন কক্সবাজারের পরিচালক ফাহামিদা বেগমসহ ধর্মীয় নেতারা বক্তব্য দেন।

এনআই

আরও পড়ুন