• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৯, ০১:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৩, ২০১৯, ০১:৪৪ পিএম

৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি, স্বস্তিতে ক্রেতারা

৪৫ টাকা কেজিতে টিসিবির পেঁয়াজ বিক্রি, স্বস্তিতে ক্রেতারা

পেঁয়াজের উত্তপ্ত বাজারের লাগাম টেনে ধরতে রাষ্ট্রীয় মালিকাধীন বিপণন প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ৪৫ টাকা কেজিতে চুয়াডাঙ্গায় পেঁয়াজ বিক্রি শুরু করেছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে পেঁয়াজ বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। 

টিসিবি’র বিক্রয়কেন্দ্র সরেজমিন ঘুরে দেখা গেছে, দুই শতাধিক নারী-পুরুষ দীর্ঘ সারি লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনছে। তাদের মধ্যে এক ধরনের স্বস্তি লক্ষ্য করা গেছে। 

লাইনে দাঁড়ানো এক ক্রেতা মরিয়ম খাতুন জানান, আমরা অনেক খুশি যে টিসিবি ৪৫ টাকা কেজিতে চুয়াডাঙ্গায় পেঁয়াজ বিক্রি করছে। আশা করি পেঁয়াজের দাম বাজারে দ্রুত কমে আসবে। 

জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার জানান, চুয়াডাঙ্গায় মঙ্গলবার থেকে টিসিবির ৪৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে ৪ হাজার কেজি পেঁয়াজ বরাদ্দ পাওয়া গেছে। পরে আরও বরাদ্দ পাওয়া যাবে বলেও জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সিব্বির আহমেদ, জেলা মার্কেটিং কর্মকর্তা শহিদুল ইসলাম, টিসিবির ডিলার মেসার্স কাকুলি ট্রেডার্সের মালিক সিরাজুল ইসলামসহ অন্যরা। 

কেএসটি

আরও পড়ুন