• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৪:৩৭ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০৪:৩৭ পিএম

দূষণমুক্ত পৃথিবী গড়তে ভারত থেকে বাংলাদেশে সাইকেল র‌্যালি

দূষণমুক্ত পৃথিবী গড়তে ভারত থেকে বাংলাদেশে সাইকেল র‌্যালি
বাংলাদেশে সাইকেল র‌্যালি নিয়ে আসা ভারতের ৮ তরুণ-তরুণী - ছবি : জাগরণ

পরিবেশ দূষণমুক্ত পৃথিবী গড়তে ভারত থেকে বাংলাদেশে সাইকেল র‌্যালি নিয়ে পৌঁছান ভারতের ৮ তরুণ-তরুণী। তাদের মধ্যে দুজন পুরুষ ও ছয়জন নারী। তারা ৭ দিন বাংলাদেশে অবস্থান করে পরিবেশদূষণ প্রতিরোধ ও বৃক্ষরোপণের মাধ্যমে ‘সবুজ বনায়ন’ গড়তে প্রচার-প্রচারণা চালাবেন।

মহারানী কাশীশ্বরী কলেজ কলকাতা ও টিটাগড় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় ও ব্যারাকপুর সুবিম্মল দেবের পরিচালনায় এই র‌্যালি অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভারতের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বাংলাদেশ ইমিগ্রেশনে প্রবেশ করে। বেনাপোল বন্দরে পৌঁছালে দলটিকে বন্দর প্রেসক্লাবের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

র‌্যালিটি বৃহস্পতিবার যশোর হয়ে মাগুরায় অবস্থান করে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবে। এরপর রাজবাড়ী হয়ে ১৬ ডিসেম্বর মহান বিজয় উপলক্ষে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগ দেবে। ১৭ ডিসেম্বর র‌্যালিটি ভারতের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করবে।

এনআই

আরও পড়ুন