• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৯, ০২:৫৪ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৫, ২০১৯, ০৩:৩৯ পিএম

টিসিবির পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রির দায়ে ডিলারের কারাদণ্ড

টিসিবির পেঁয়াজ দ্বিগুণ দামে বিক্রির দায়ে ডিলারের কারাদণ্ড

সরকারি সরবরাহকৃত ৪৫ টাকার পেঁয়াজ ৮০ টাকায় বিক্রির দায়ে ঠাকুরগাঁওয়ে এক ডিলারকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ডিলার ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকার আসিরুদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম।

আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার (১৪ ডিসেম্বর) সদর উপজেলার ২২টি পয়েন্টে উপজেলা প্রশাসনের নিয়াগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে ৫২ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়। কিন্তু সন্ধ্যাবেলা আশরাফুল ইসলাম শহরের বাসস্ট্যান্ড বাজারে সেই পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি করছিল।

স্থানীয়রা অভিযাগে করলে রোববার সকালে তাকে আটক করে পুলিশ।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশরাফুল দোষ স্বীকার করে বলেন, তিনি পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার টিসিবির পেঁয়াজ এনে ঠাকুরগাঁও শহরের বাসস্ট্যান্ডে বিক্রি করছিলেন। এ অপরাধে তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সেই সঙ্গে তার ডিলারশিপের অনুমোদন বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে।

কেএসটি

আরও পড়ুন