• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৯, ১১:০১ এএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৯, ২০১৯, ১১:১০ এএম

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত, আহত ৫

হবিগঞ্জের মাধবপুরে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫জন গুরুতর আহত হন।

শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় মাধবপুর-হরষপুর সড়কের শেউলিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি অটোরিকশা চালক ইমাম হোসেন (৩৫) উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়- গতকাল শনিবার সন্ধ্যায় ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা মাধবপুর থেকে চৌমুহনী যাচ্ছিল। পথিমধ্যে শেউলিয়া ব্রিজের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রলির সাথে সিএনজিটি মুখোমুখি হয়। এ সময় সিএনজি চালক হার্ট ব্রেক ধরলে সিএনজি অটোরিকশাটি উল্টে পাশ্ববর্তী পুকুরে পড়ে যায়। এতে সিএনজি চালক ইমাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় সিএনজি অটোরিকশায় থাকা ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ৩ জনকে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও একজনকে দ্যা ল্যাব এইডে হাসপাতালে ভর্তি করেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

একেএস

আরও পড়ুন