• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২০, ০৪:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ৭, ২০২০, ০৪:২৯ পিএম

বাহুবলে পেপার মিলে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বাহুবলে পেপার মিলে দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দুর্ঘটনার কবলে পড়ে নিহত রুহেল মিয়া  -  ছবি : জাগরণ

হবিগঞ্জের বাহুবলে ভার্টেক্স বোর্ড অ্যান্ড পেপার মিলে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে রুহেল মিয়া (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বড়গ্রাম গ্রামে ভার্টেক্স বোর্ড অ্যান্ড পেপার মিলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠিয়েছে।

নিহত রুহেল মিয়া উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের অলিপুর গ্রামের সাবেক মেম্বার মকলিছ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, নিহত রুহেল মিয়া ওই প্রতিষ্ঠানের একজন শ্রমিক। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে পেপার মিলে কাজে যোগ দেন রুহেল। কাজের একপর্যায়ে তিনি চলন্ত মেশিনে পড়ে মাথায় আঘাত পান। সাথে সাথে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্রমিক রুহেল চলন্ত মেশিনে পড়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন।

এনআই

আরও পড়ুন