• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২০, ০৮:২৭ পিএম
সর্বশেষ আপডেট : জানুয়ারি ১২, ২০২০, ০৮:২৭ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ঘোড়দৌড়

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে ঘোড়দৌড়
ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক কিশোরী - ছবি : জাগরণ

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে রহনপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ড যুবলীগ বহিপাড়ায় আয়োজিত দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক সংসদ সদস্য জিয়াউর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, রাজশাহী মহানগর যুবলীগের সভাপতি রমজান আলী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা বেগম, এরফান গ্রুপের পরিচালক আলহাজ এরফান আলীসহ অন্যরা। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

অনুষ্ঠানে বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে পদার্পণ করেছে। এ দেশ স্বাধীন না হলে আমরা কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না।

ঘোড়দৌড় প্রতিযোগিতায় হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।

এনআই

আরও পড়ুন