• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০১৮, ০৩:৪০ পিএম

ময়মনসিংহের ১১ আসনের ৯টিতে আ.লীগ ২টিতে জাতীয় পার্টি জয়ী

ময়মনসিংহের ১১ আসনের ৯টিতে আ.লীগ ২টিতে জাতীয় পার্টি জয়ী

 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ময়মনসিংহের ১১টি আসনেই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীরা। এর মধ্যে আ. লীগ ৯টিতে এবং জাতীয় পার্টি ২টিতে জয়ী হয়েছেন।

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে জুয়েল আরেং (আ.লীগ-নৌকা) ২ লাখ ৫৮ হাজার ৯২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফজাল এইচ খান (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ২ লাখ ৮ হাজার ৬৩৮ ভোট ।

ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে শরীফ আহমেদ (আ. লীগ-নৌকা) ২ লাখ ৯১ হাজার ৪৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো. শাহ শহীদ সারোয়ার (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ৬২ হাজার ১৩৩ ভোট।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে নাজিম উদ্দিন আহামেদ (আ. লীগ-নৌকা) ১ লাখ ৫৯ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম ইকবাল হোসেইন (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ২৪ হাজার ৯৩১ ভোট।

ময়মনসিংহ-৪ (সদর) আসনে রওশন এরশাদ (মহাজোট-লাঙ্গল) ২ লাখ ৪৪ হাজার ৭৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী  মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ০৩ হাজার ৭৫৩ ভোট।

ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে কেএম খালিদ বাবু (আ. লীগ-নৌকা) ২ লাখ ৩২ হাজার ৫৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী   মোহাম্মদ জাকির হোসেন (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ২২ হাজার ২০৩ ভোট।

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে মো. মোসলেম উদ্দিন (আ. লীগ-নৌকা) ২ লাখ ৪০ হাজার ৫৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী   শামছউদ্দিন আহমদ (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ৩২ হাজার ৩৩২ ভোট।

ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে মো. হাফেজ রুহুল আমিন মাদানী (আ. লীগ-নৌকা) ২ লাখ ০৪ হাজার ৭৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী  ডা. মাহবুবুর রহমান (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ৩৬ হাজার ৪০৮ ভোট।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ফখরুল ইমাম (মহাজোট-লাঙ্গল)  ১ লাখ ৫৬ হাজার ৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী এ এইচ এম খালেকুজ্জামান (গণফোরাম-ধানের শীষ) পেয়েছেন ৩৪ হাজার ০৬৩ ভোট।

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে আনোয়ারুল আবেদিন খান তুহিন (আ. লীগ-নৌকা) ২ লাখ ২৭ হাজার ২৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী খুররম খান চৌধুরী (বিএনপি-ধানের শীষ) ২০ হাজার ৮৪৮ ভোট।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) ফাহমী গোলন্দাজ বাবেল (আ.লীগ-নৌকা) ২ লাখ ৮১ হাজার ২৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ মাহমুদ মোরশেদ (এলডিপি-ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ১৭৫ ভোট।

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে কাজিম উদ্দিন আহামেদ ধনু (আ.লীগ-নৌকা) ২ লাখ ২২ হাজার ২৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ফকরুদ্দিন আহমেদ (বিএনপি-ধানের শীষ) পেয়েছেন ২৬ হাজার ৮৯৬ ভোট।

এসসি/