• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২০, ১২:৫৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২০, ১২:৫৬ পিএম

মুক্তিযোদ্ধা আয়নাল হক হত্যা: দু’জনের ফাঁসির আদেশ

মুক্তিযোদ্ধা আয়নাল হক হত্যা: দু’জনের ফাঁসির আদেশ
ফাইল ছবি

নাটোরে বহুল আলোচিত বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডাঃ আয়নাল হক হত্যা মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে তোরাফ ও শামীম নামে দুই জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বাকি ১১ জনকে খালাস দেয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক আলোচিত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।

জানা যায়, ২০০২ সালের ২৯ মার্চ বড়াইগ্রামের বনপাড়া বাজারে প্রকাশ্যে পিটিয়ে ও অস্ত্রের আঘাতে উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আয়নাল হককে হত্যা নির্মমভাবে করা হয়। রাজনৈতিক প্রতিহিংসার বশে হত্যাকাণ্ডের শিকার হন তিনি। সে সময় আয়নাল হকের পুত্রবধূ নাজমা রহমান বাদি হয়ে মোট ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এর মধ্যে চারজন মৃত্যুবরণ করেছেন।

জাগরণ/এমএইচ

আরও পড়ুন