• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৯, ১২:০০ পিএম

সীমান্ত-প্রাচীর নির্মাণ ইস্যুতে অনড় ট্রাম্প

সীমান্ত-প্রাচীর নির্মাণ ইস্যুতে অনড় ট্রাম্প
ফাইল ফটো

কংগ্রেসের অনুমোদন ছাড়া মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের বাজেট সংগ্রহ করতে দেশে জরুরি অবস্থা জারির হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (১০ জানুয়ারী)  টেক্সাস সংলগ্ন মেক্সিকো সীমান্ত এলাকা পরিদর্শনের সময় তিনি এ মন্তব্য করেন। 

ট্রাম্প বলেন, ‘আমরা জরুরি অবস্থা জারি করতে পারি। আমাদের সেটা করা উচিৎ হবে না। এটা একেবারেই সাধারণ বিবেকের বিষয়।’ সীমান্ত প্রাচীর নির্মাণে মেক্সিকোকেও পরোক্ষভাবে অর্থ দিতে হবে বলে দাবি করেন তিনি।

নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কংগ্রেসের কাছে সীমান্ত নিরাপত্তা বাবদ মোট ৫৭০ কোটি ডলারের প্রস্তাবনা পেশ করেন। তবে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণে থাকা ডেমোক্রেটরা এই তহবিলের অনুমোদন দিতে অস্বীকৃতি জানালে সরকারের একটি অংশ ২০ দিনের জন্য অচলাবস্থায় পড়ে। ফলে কেন্দ্রীয় সরকারের প্রায় ৮ লক্ষ কর্মী শুক্রবার (১১ জানুয়ারী) বেতন পাচ্ছে না।

সমঝোতার আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদেরকে হয় জিততে হবে না হয় সমঝোতা করতে হবে। কারণ আমি মনে করি সমঝোতা সবার জন্য বিজয়। অথবা আমি জরুরি অবস্থা জারি করব।’