• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০১৯, ০৫:১৪ পিএম

ব্রাজিলে বাঁধ ধসে হত ৭, নিখোঁজ ৩০০

ব্রাজিলে বাঁধ ধসে হত ৭, নিখোঁজ ৩০০
বাঁধ ধসের পর কাদা মাটিতে চাপা পরা খনি এলাকা

 

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে খনি কোম্পানির একটি বাঁধ ধসে কমপক্ষে ৭ জনের নিহত হবার খবর পাওয়া গেছে। শুক্রবারের (২৫ জানুয়ারি) এঘটনায় অন্তত ৩০০ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৬ জানুয়ারি) ব্রাজিলের বৃহত্তম খনিজ উত্তোলনকারী কোম্পানি 'ভেইল'র বরাত দিয়ে আন্তর্জাতিক গনমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, দেশটির মিনাস জেরাইস প্রদেশের ব্রুমাদিনহো শহরের এই বাঁধটি অত্র অঞ্চলের অন্যতম বড় আকরিক লোহার খনি সংলগ্ন। শুক্রবার কর্মরত শ্রমিকেরা খনির ক্যাফেটেরিয়াতে দুপুরের খাবার খাওয়ার সময় বাঁধটি  ধসে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। এ সময় সেখানে উপস্থিত মানুষ, ভবন ও যানবাহনসহ আনুষাঙ্গিক সরঞ্জাম ও যন্ত্রপাতি কাঁদা মাটির নিচে চাপা ।

দেশটির জরুরি বিভাগ জানায় হেলিকপ্টারে করে আটকে পড়া লোকদের উদ্ধার করা হচ্ছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এস_খান