• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০১৯, ০৯:৩২ এএম

বাকসু নির্বাচনের দাবিতে সরগরম বাকৃবি ক্যাম্পাস

বাকসু নির্বাচনের দাবিতে সরগরম বাকৃবি ক্যাম্পাস
ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় -ফাইল ছবি

 

২০ বছর ধরে তালা ঝুলছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (বাকসু) কার্যালয়ের দরজায়। দক্ষিণ এশিয়ার কৃষি শিক্ষা ও গবেষণার সর্ববৃহৎ বিদ্যাপীঠ ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বাকসু নির্বাচন নিয়ে সরগরম বাকৃবি ক্যাম্পাস।

শিক্ষার্থীরা বলছেন, এতে ব্যাহত হচ্ছে বিশ্ববিদ্যালয়ে মুক্ত রাজনীতি চর্চা। তাই বিভিন্ন সমস্যার সমাধান, অধিকার আদায় ও ছাত্র নেতৃত্ব বিকাশে ছাত্রসংসদ নির্বাচনের বিকল্প নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই বাকসু নির্বাচন নিয়ে উত্তেজনা বিরাজ করছে বাকৃবি ক্যাম্পাসে। নির্বাচনের দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্র সংগঠনগুলো। মিছিল-মিটিং, স্মারকলিপি প্রদানের মাধ্যমে ক্যাম্পাসে জোরালো হচ্ছে এ দাবি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে অনেক বাড়লেও আমাদের গবেষণার ক্ষেত্র, ল্যাবের জায়গা বাড়েনি। শিক্ষার্থীদের আবাসন সমস্যাসহ বিভিন্ন বিষয়ে সংগঠনগুলো প্রশাসনকে বলা সত্ত্বেও আমাদের দাবিগুলো মেনে নিচ্ছেন না। তাই দাবি আদায়ের ক্ষেত্রে ছাত্র সংসদ খুবই জরুরি।

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, ছাত্র সংসদ নির্বাচন না থাকাতে মেধা ও মননের বিকাশের যে জায়গাটা সেটা অনেকাংশেই কমে গেছে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রতি বছর কর্মচারী ইউনিয়নসহ সব নির্বাচন হচ্ছে, শুধু ছাত্র সংসদ নির্বাচনগুলো প্রশাসন দিচ্ছে না। এজন্য শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়ী। তাদের ক্ষমতা খর্ব হবে বিধায় তারা নির্বাচন দিচ্ছে না।

সবার সহাবস্থান নিশ্চিত করে নির্বাচন এখন সময়ের দাবি উল্লেখ করে বাকৃবি শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক অনন্য ঈদ-ই-আমিন বলেন, যে ভোটার তালিকা আছে সেটি হালনাগাদ করে এমন একটি পর্যায়ে নিয়ে যেতে হবে। যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তারাই যেন সেখানে ভোট দিতে পারে। একই সঙ্গে বাকসুর যে গঠনতন্ত্র আছে, আমরা জানি এটা পাওয়া যাচ্ছে না। গঠনতন্ত্রটি পুর্নলিখন করতে হবে।

১৯৯৮ সালের পর আর কোন নির্বাচন হয়নি বাকৃবি ছাত্রসংসদের। ক্যাম্পাসে প্রাণচাঞ্চল্য আর অতীত গৌরবোজ্জ্বল ইতিহাস ফিরিয়ে আনতে বাকসু নির্বাচন জরুরি বলে মনে করছেন সাবেক নেতারা।

বাকসুর সাবেক ছাত্রনেতা কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু বলেন, যখন আমাদের সময়ে যখন বাকসু নির্বাচন ছিল তখন ক্যাম্পাস প্রাণচাঞ্চল্য ছিল। ক্যাম্পাসে শিক্ষা, সাংস্কৃতিক এবং ক্রীড়াঙ্গনের সকল কর্মকাণ্ড বাকসু কেন্দ্রিক চলতো। আমি মনে করি ক্যাম্পাসে বাকসু নির্বাচন আবার দরকার। শিক্ষার্থীদের ন্যায় সঙ্গত দাবি আদায়ে বাকসু হবে একটি সঠিক প্লাটফর্ম।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আকবর বলেন, শিক্ষার্থীরা চাইলে বাকসু নির্বাচন আয়োজনে কোন বাধা নেই, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে আন্তরিক। শিক্ষকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এএস