• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৭, ২০১৯, ০৯:০১ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৭, ২০১৯, ০৯:০১ পিএম

ভুয়া প্রশ্নফাঁস চক্রের তিন সদস্য গ্রেফতার

ভুয়া প্রশ্নফাঁস চক্রের তিন সদস্য গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ওয়েবসাইট অ্যান্ড ই-মেইল ক্রাইম টিম রাজধানীর হাজারীবাগ থানা এলাকা হতে এইচএসসি পরীক্ষার একাধিক ছাত্র/ছাত্রীর গ্রেড সিট ও ডকুমেন্টসহ তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- ইমরান খসরু (২৪), আহ্সান হাবীব (২৪) ও ইমরান হোসেন রাকিব (২৪)।

সাইবার ক্রাইম বিভাগ সূত্র জানা, তারা বিভিন্ন ফেক ফেসবুক গ্রুপের মাধ্যমে মিথ্যা পরিচয়ে এসএসসি/দাখিল/এইচএসসি পরীক্ষার্থীদেরকে ভুয়া প্রশ্ন সরবরাহ, ফেল সাবজেক্টসমূহে পাস করিয়ে দেয়া হবে, এ+/গোল্ডেন এ পাইয়ে দিবে মর্মে বিভিন্নভাবে প্রলোভন দেখিয়ে প্রতারণা করে বিকাশের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিত।

এই ঘটনায় হাজারীবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমএ/এসএমএম