• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৪, ২০১৯, ০৫:১৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০১৯, ০৫:১৪ পিএম

৩ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব ১০

৩ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব ১০

সশস্ত্র ও আইন-শৃঙ্খলা বাহিনীতে চাকরি দেয়ার নামে কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ৩ প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব ১০।

শুক্রবার (৩ মে) মধ্যরাতে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

দীর্ঘ দিন ধরে এই চক্রটি রাজধানীতে বেকার যুবকদের চাকরি দেয়ার নাম করে অর্থ হাতিয়ে নিচ্ছিল। গ্রেফতারকৃতরা হলো- সবুজ তালুকদার (৪৮) , মিজানুর রহমান (৫০)  ও সাহাবুব রহমান বাবলু (৬০)।

র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল হক জানান, যাত্রাবাড়ী এলাকা থেকে ভূয়া চাকরি দেয়া চক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। পলাতক আসামি সিরাজুল ইসলাম বাদী আক্তার হোসেন (৪০) এর ভাতিজা মিজানুর রহমান (২৭)’কে সশস্ত্র বাহিনীর বেসামরিক পদে চাকরি প্রদানের প্রলোভন দেখিয়ে ধৃত আসামিদের যোগসাজশে নগদ ২লাখ ৯৮ হাজার টাকা গ্রহণ করে। পরবর্তীতে সিরাজুল ইসলাম কোনও প্রকার চাকরি প্রদান না করে বিভিন্ন টালবাহানা করতে থাকে এবং গৃহীত টাকা ফেরৎ না দিয়ে হুমকি প্রদান করতে থাকে।

জানা গেছে, চাকরি দেয়ার নামে প্রতারণা করেন বিভিন্ন যুবক ও তাদের পরিবার থেকে এরইমধ্যে আরও প্রায় অর্ধ কোটি টাকা হাতিয়ে নিয়েছে এ প্রতারক চক্র।

এইচএম/এসএমএম