• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২৮, ২০১৯, ০১:২৩ পিএম
সর্বশেষ আপডেট : মে ২৮, ২০১৯, ০১:২৬ পিএম

শাহজালাল বিমানবন্দর থেকে সোয়া ২ কেজি সোনা উদ্ধার

শাহজালাল বিমানবন্দর থেকে সোয়া ২ কেজি সোনা উদ্ধার

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর পায়ুপথ থেকে ২০টি সোনার বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দার একটি দল। উদ্ধারকৃত সোনার বারের দাম প্রায় সোয়া এক কোটি টাকার মতো। 

মঙ্গলবার (২৮ মে) সকালে গুয়াংজু থেকে বিএস ৩২৬ ফ্লাইট যোগে আগত দুই যাত্রীর কাছ থেকে এই সোনা উদ্ধার করা হয়। যার মোট ওজন ২ কেজি ২৪৭ গ্রাম । যাত্রীদের নাম মাকসুদুর রহমান ও মোহাম্মদ শাকিল মোল্লা। যাত্রীদের আটক করা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক ড. সহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

শুল্ক গোয়েন্দা জানায়, শাহজালাল বিমান বন্দরের আগে থেকেই শুল্ক গোয়েন্দা দল বিমানে আগত যাত্রীদের দিকে নজর রাখে। এক পর্যায়ে শনাক্ত করে ওই দুইজন যাত্রীর কাছে স্বর্ণ আছে কিনা জানতে চাওয়া হয়। তারা স্বর্ণ থাকার কথা অস্বীকার করলে দেহ তল্লাশি করে কোনো কিছু না পেয়ে চ্যানেলের আর্চওয়েতে নিলে দেহে ধাতব বস্তুর রয়েছে বলে আলামত পাওয়া যায়। অধিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের রেকটামে স্বর্ণ থাকার কথা স্বীকার করে। পরবর্তীতে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের রেকটাম থেকে ২০টি স্বর্ণবার উদ্ধার করা হয়। আটককৃত স্বর্ণবারের মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ ৩৫ হাজার টাকা।

এইচ এম/টিএফ